thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

কক্সবাজারে ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন রবিবার

২০১৪ ফেব্রুয়ারি ২২ ২১:৫৯:০৬
কক্সবাজারে ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন রবিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : কক্সবাজারে নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম রবিবার উদ্বোধন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অত্যাধুনিক স্টেডিয়ামের উদ্বোধন করবেন।

কক্সবাজারের পর্যটন গলফ কোর্সের ২৫ একর জায়গা নিয়ে নির্মিত প্রায় ১ লাখ দর্শক ধারণক্ষমতা বিশিষ্ট অত্যাধুনিক স্টেডিয়ামটি ক্রিকেট বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্টেডিয়াম হিসেবে স্বীকৃতি পাবে বলেই ধারণা করা হচ্ছে। এই স্টেডিয়ামের চারপাশ যেন সবুজে বেষ্টিত থাকে সে দিকেও কড়া নজর দেওয়া হয়েছে।

স্টেডিয়ামটির মনোরম প্রাকৃতিক সৌন্দর্য যে কোনো পর্যটককেই তীব্রভাবে আকৃষ্ট করবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন ভেন্যু কর্তৃপক্ষ। স্টেডিয়ামটি বিশ্বের দরবারে এবং পর্যটন নগরী হিসেবে কক্সবাজারকে আরও অনেক উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করেন স্থানীয় জনসাধারণ।

(দ্য রিপোর্ট/আরআই/ওআইসি/এএল/ফেব্রুয়ারি ২২, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর