thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

শান্তি আলোচনা শুরু করতে জেরুজালেমে কেরি

২০১৩ নভেম্বর ০৬ ২০:৩১:৫৪
শান্তি আলোচনা শুরু করতে জেরুজালেমে কেরি

দিরিপোর্ট২৪ ডেস্ক : ইসরায়েলে বসতি নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা প্রশমনে নতুন করে শান্তি আলোচনা শুরু করতে জেরুজালেমে পৌঁছেছেন যুক্তারাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এই সফরে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের নেতাদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন।

জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রেসিডেন্ট শিমন প্যারেসের সঙ্গে আলোচনা করবেন কেরি। এছাড়া বেথেলহামে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তার।

ইসরায়েল্ ও ফিলিস্তিনের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরু করতে কয়েকমাস ধরে কূটনৈতিক তৎপরতা চালিয়ে আসছিলেন কেরি। এর ফলে প্রায় পাঁচ বছরের বিরতির পর গত জুলাইয়ে দেশ দুটি আলোচনা শুরু করতে রাজি হয়। ঐ সময় উভয়পক্ষই বহুদিন ধরে চলে আসা সংঘাত বন্ধে একটি শান্তি চুক্তি করতে আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনি এক জৈষ্ঠ কর্মকর্তা এএফপিকে জনিয়েছেন, পশ্চিমতীরে ইহুদি বসতি স্থাপন অব্যাহত থাকলে তারা আলোচনা থেকে সরে আসবেন।

দুই দেশের মধ্যে এক উত্তেজনাপূর্ণ আলোচনা শেষে তিনি জানান, ‘ইসরায়েলী পক্ষ তাদের বসতি স্থাপন চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্। আমরা এ নজিরহীন বসতি-আক্রমণের মাঝে আলোচনা চালিয়ে যেতে পারি না।’ মঙ্গলবার রাতে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আলোচনাটি অসমাপ্ত রেখেই শেষ হয়।

তবে আলোচনায় অংশ নেওয়া দুই পক্ষই কেরির অনুরোধের প্রতি সম্মান দেখিয়ে আলোচিত বিষয় গোপন রাখে।

(দিরিপোর্ট২৪/এআইএম/এমডি/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর