thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ইতালির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর শপথগ্রহণ

২০১৪ ফেব্রুয়ারি ২২ ২২:৫১:২৪
ইতালির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর শপথগ্রহণ

দ্য রিপোর্ট ডেস্ক : ইতালির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন মধ্য-বামপন্থী রাজনীতিবিদ মাত্তেও রেনজি। শুধু তাই নয়; ৩৯ বছর বয়সী রেনজি দেশটির ইতিহাসে সবচেয়ে কম অভিজ্ঞতাসম্পন্ন রাজনীতিবিদ হিসেবে এ পদে নিয়োগ পেলেন।

এ ছাড়া তিনি তার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায়ও তুলনামূলক কমবয়সী রাজনীতিবিদদেরই স্থান দিয়েছেন, যাদের প্রায় অর্ধেক সদস্যই আবার নারী।

ইতালির বর্তমান অর্থনৈতিক সঙ্কট সামলে ওঠাই হবে নতুন প্রধানমন্ত্রীর প্রধান বাধা।

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালি বর্তমানে চরম অর্থনৈতিক সঙ্কটে রয়েছে। দেশটির ১৩ শতাংশ মানুষই বেকার, যাদের ৪০ শতাংশই আবার বয়সে তরুণ। গত ৪০ বছরে যা সর্বোচ্চ। এ ছাড়া এ সময়ে ইতালির অর্থনীতির ৯ শতাংশ সঙ্কুচিত হয়ে আসে।

রেনজি আগামী চার মাসের মধ্যেই দেশটির চাকরির বাজার, করখাত ও শিক্ষা ব্যবস্থায় উন্নতি করার ঘোষণা দিয়েছেন। তবে দাফতরিকভাবে কার্যক্রম শুরুর আগে আগামী সোমবার অনুষ্ঠেয় দেশটির সংসদের এক আস্থা ভোটে জয়লাভ করতে হবে রেনজি সরকারকে।

শুক্রবার রেনজি একটি নতুন সরকারের নেতৃত্ব দেওয়ার ম্যান্ডেট আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেই নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন।

উল্লেখ্য, রেনজি প্যারিসভিত্তিক অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান অর্থনীতিবিদ পিয়েরে কার্লো পাদোয়াকে তার অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন।

এর আগে গত ১৩ই ফেব্রুয়ারি রেনজি নিজ দলের সহকর্মী ও সাবেক প্রধানমন্ত্রী লেত্তাকে দলীয় আস্থাভোটে পরাজিত করে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের ম্যান্ডেট অর্জন করেন। লেত্তা মাত্র ১০ মাস ক্ষমতায় ছিলেন।

লেত্তার বিরুদ্ধে দেশকে অনিশ্চিত গন্তব্যে নিয়ে যাওয়া এবং অর্থনৈতিক সঙ্কট নিরসনে অযোগ্যতার অভিযোগ তোলেন রেনজি। এ ছাড়া প্রতিশ্রুত সংস্কার কর্মসূচি বাস্তবায়নেও ব্যর্থ হন লেত্তা। তবে দেশটির দুর্নীতি ও আমলাতন্ত্রই এর জন্য দায়ী বলে মনে করেন অনেকে। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর