thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে ভবনের পিলার ভেঙ্গে একই পরিবারের আহত ৪

২০১৭ মার্চ ২০ ১৩:৫৩:৫৩
চট্টগ্রামে ভবনের পিলার ভেঙ্গে একই পরিবারের আহত ৪

চট্টগ্রাম অফিস : চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি বিমান অফিস এলাকায় ঘুমন্ত পরিবারের সদস্যদের ওপর পাশের বহুতল ভবনের পিলার ভেঙ্গে পড়ে। এতে ৪ সদস্য আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে বিমান অফিসের পাশের গলি খোয়াপাড়ায় অমর দাশের সেমিপাকা ঘরের ওপর পাশের বহুতল ভবনের পিলার ভেঙ্গে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, অমর দাশের বৃদ্ধা মা টগর বালা (৭০), ছেলে অরূপ দাশ (২৬), ভাগ্নে অভি দাশ (১৮) ও ভাতিজা স্বদেব দাশ (১৯)।

পরিবারের প্রধান অমর দাশ জানান, আমি একটা কাজে মিরেরসরাই গিয়েছিলাম। সকালে ফোনে আমাকে জানানো হয়, আমার ঘরের পাশের কসবা হাউজের পিলার ভেঙ্গে পড়ে আমার, মা ছেলে ভাতিজাসহ ৪ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানান, কসবা হাউজ নামে একটি ভবনের ৮ তলার নির্মান কাজ চলছিলো। নির্মানাধীন ভবনের ৮ তলায় পিলারগুলো অর্ধেক গাঁথুনি তোলা হয়েছিলে। কিন্ত ভবনটি নির্মাণকাজের সময় অরক্ষিত ছিল। নির্মানকাজের সময় ভবনটিতে চট কিংবা ছাউনি কিছুই দেয়া ছিল না। কসবা হাউজের পাশেই কয়েকটি সেমিপাকা বসতঘর রয়েছে। আজ সকাল নয়টার দিকে কসবা হাউজের নির্মাণাধীন পিলারগুলো ঘরগুলোর ওপর ধসে পড়লে ৪ জন আহত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসলে তাদের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এআরই/মার্চ ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর