thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাল্যবিবাহ বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ০১:৪৯:১৯
বাল্যবিবাহ বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার ঝাঝাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছমিরন খাতুন এবং বলিয়ারপুর গ্রামের মিনহাজের মেয়ে ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী শাহানারা খাতুনের বিবাহ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া বাল্যবিবাহের আয়োজন করায় ছমিরন খাতুনের নানা দোয়াত হোসেনকে ৫০০ টাকা, শাহানারা খাতুনের বাবাকে ৫০০ টাকা এবং বরপক্ষের একজনের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করেছে আদালত।

জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনিন সুলতানার নেতৃত্বে শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনিন সুলতানা দ্য রিপোর্টকে জানান, সংবাদ পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে প্রথমে মেহেরপুর সদর উপজেলার ঝাঝাঁ গ্রামে অভিযান চালানো হয়। এ সময় পঞ্চম শ্রেণির ছাত্রী ছমিরনের বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তার নানার পরিবার। তবে বরপক্ষ ততক্ষণে না আসায় ছমিরনের নানাকে ৫০০ টাকা জরিমানা আদায় করে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও জানান, মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী শাহানার বিয়ের আনুষ্ঠানিকতাও বন্ধ করে দেওয়া হয়। এ সময় বরপক্ষ ও কনেপক্ষের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা আদায় এবং উভয় পরিবারের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এএকে/এমএইচও/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর