thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মুজিবনগরে ডাকাতির চেষ্টা, বোমার বিস্ফোরণ

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ০১:৫৪:৪৯
মুজিবনগরে ডাকাতির চেষ্টা, বোমার বিস্ফোরণ

মেহেরপুর প্রতিনিধি : জেলার মুজিবনগর উপজেলার বাবুপুর গ্রামে ডাকাতির চেষ্টাকালে গ্রামবাসীর প্রতিরোধের মুখে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় ৬টি বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান দ্য রিপোর্টকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

গ্রামবাসীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে গ্রামের ভেতরে অপরিচিত ১৪-১৫ জনকে প্রবেশ করতে দেখে গ্রামবাসীর সন্দেহ হয়। এ সময় গ্রামবাসীরা তাদের ধাওয়া দেয়। তারা পালিয়ে যাওয়ার সময় পরপর ৬টি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে এলাকা ত্যাগ করে।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বোমার আলামত উদ্ধার করে।

গত কয়েক সপ্তাহের ব্যবধানে বাবুপুর এবং এর আশপাশের গ্রামের বিভিন্ন প্রভাবশালীর কাছ থেকে চাঁদা দাবি ও ডাকাতির ঘটনা ঘটেছে।

(দ্য রিপোর্ট/এএকে/এমএইচও/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর