thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

লাভ এক্সপ্রেস ছবিতে মিষ্টি

২০১৩ নভেম্বর ০৬ ২০:৩৭:৫৮
লাভ এক্সপ্রেস ছবিতে মিষ্টি

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : মিষ্টি জান্নাত ‘লাভ এক্সপ্রেস’ নামের একটি ছবিতে অভিয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। শাহাদত হোসেন লিটন পরিচালিত এ ছবিতে বাপ্পি চৌধুরীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করবেন তিনি।

মডেলিং উপস্থাপনার পর চলচ্চিত্রে ব্যস্ত হয়ে উঠছেন মিষ্টি। শুধু তাই নয়, একসঙ্গে তিন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চলচ্চিত্র জগতের এই নতুন বাসিন্দা।

‘লাভ এক্সপ্রেস’ ছবির গল্প লিখেছেন আব্দুল্লাহ জহীর বাবু এবং প্রযোজনা করছেন মোশারফ হোসেন। আর ছবির সার্বিক তত্ত্বাবধানে থাকবে জাজ মাল্টিমিডিয়া।

ছবিতে একজন ধনী পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করবেন বলে জানালেন মিষ্টি। তিনি বলেন, ‘এ ছবির শুটিং শুরু হবে নভেম্বরের ১৬ তারিখ থেকে।’

মিষ্টির কাছ থেকে জানা গেছে, এই ছবিটি ছাড়াও জাজ মাল্টিমিডিয়ার ‘ব্লাঙ্ক চেক’ নামের আরো একটি ছবিতে তার কাজ করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। সবগুলো ছবিতেই মূল নায়িকার চরিত্রে অভিনয় করবেন তিনি।

উল্লেখ্য, ওয়াজেদ আলী সুমনের ‘পাত্রী চাই’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় মিষ্টির।

(দিরিপোর্ট২৪/ওএস/এমসি/এমডি/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর