thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

ডিএনএ টেস্ট থেকে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি নির্ণয়

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ০২:০৪:৫৭
ডিএনএ টেস্ট থেকে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি নির্ণয়

দ্য রিপোর্ট ডেস্ক : ডিএনএ টেস্ট থেকে পুরুষদের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে ভবিষদ্বাণী করা যাবে বলে অভিমত ব্যক্ত করেছেন বিজ্ঞানীরা। এ থেকে কোন পুরুষ প্রস্টেট ক্যান্সারের সর্বোচ্চ ঝুঁকির মধ্যে রয়েছেন, তা আগাম বলে দেওয়া যাবে।

লন্ডনের ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চের গবেষক দল জানায়, নারীদের স্তন ক্যান্সারের ক্ষেত্রে যেমনটি করা হয়, ঠিক তেমন পুরুষদের প্রস্টেট ক্যান্সারের ক্ষেত্রেও ‘জেনেটিক স্ক্রিনিং’-এর মাধ্যমে পরীক্ষা করা সম্ভব হবে খুব শিগগিরই।

যুক্তরাজ্যের প্রস্টেট ক্যান্সার ইনস্টিটিউট জানিয়েছে, এর ফলে পুরুষদের চিকিৎসায় বিপ্লব ঘটে যাবে।

বিশ্বের প্রায় সব দেশেই পুরুষরা সচরাচর যে সব রোগে আক্রান্ত হয়ে থাকেন তার মধ্যে প্রস্টেট ক্যান্সার একটি। শুধু যুক্তরাজ্যেই প্রতি বছর এ রোগে অন্তত ৪০ হাজার পুরুষ আক্রান্ত হন। তবে এক্ষেত্রে সবার জন্যই মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়াসম্পন্ন থেরাপির দরকার হয় না।

কিন্তু আক্রান্তদের মধ্যে কার থেরাপি দরকার, তা নির্ণয় করাটাও অনেক কঠিন। তবে এবার সেই অসাধ্যটাই হয়তো সাধন করা সম্ভব হবে। অবশ্য, এ নিয়ে গবেষণা এখনও শেষ হয়নি। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/এমএটি/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর