thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

জলি বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ০২:২৮:৩৯
জলি বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার জলি বেগম এবং তার ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক পরিবার শনিবার দুপুরে বগুড়া প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্যে শহরের বৃন্দাবনপাড়ার মৃত খোদা বক্সের ছেলে কবির হোসেনের পক্ষে তার বোনের ছেলে মিরাজ হোসেন বলেন, বৃন্দাবনপাড়ার রমজান আলী মণ্ডলের স্ত্রী জলি বেগম এবং তার ছেলে জুয়েল মণ্ডল গুণ্ডাবাহিনীর সহায়তায় এলাকায় একের পর এক নিরীহ মানুষের জায়গা দখল করে আসছে। প্রশাসনকে ম্যানেজ করে নানা অপকর্ম করছে তারা। ওই পরিবারের ভয়ে কেউ প্রতিবাদ বা মুখ খুলতে সাহস পায় না।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, গত ১৭ ফেব্রুয়ারি সকালে জলি বেগমের নেতৃত্বে তার সন্ত্রাসী ছেলে জুয়েল গুণ্ডাবাহিনী দিয়ে কবির হোসেনের ৭ শতক জায়গার ওপর নির্মিত ইটের দেওয়াল ভেঙে দুই লাখ টাকার বিভিন্ন প্রকার গাছ উপড়ে ফেলে জায়গাটি দখলে নেয়। ৬ মাস আগে একই এলাকার ইউসুফকে জুয়েল রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। প্রায় তিন বছর আগে জলি বেগমের গুণ্ডাবাহিনী কলেজ বাজারে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করে। চার বছর আগে এলাকার শাহিন ও মোস্তফার জায়গা দখল করতে গিয়ে জলি বেগম এবং তার স্বামী পুলিশের হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল খাটে। এরপরও জলি বেগমের ভূমি দখলের নেশা কাটেনি।

সন্ত্রাসী জুয়েল শাহিল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। জামিনে ছাড়া পেয়ে সে আবার দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, কবির হোসেন গত ১৭ জানুয়ারি জলি বেগম এবং তার ছেলের বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করেন। ১৯ জানুয়ারি একটি সাধারণ ডায়েরি করেন তিনি। পুলিশ অদৃশ্য কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না। তাদের ভয়ে কবির হোসনেসহ একাধিক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী পরিবার এ ব্যাপারে র‌্যাব ও স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করেছে।

এ ব্যাপারে জলি বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

সদর থানার ওসি (তদন্ত) নুর এ আলম সিদ্দিকী এ প্রসঙ্গে বলেন, ‘কবির হোসেনের এজাহার পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে মামলা রেকর্ড হয়নি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওই এলাকার সাব্বির হোসেন, রকি, কবিরের মেয়ে মনিকা বেগম, স্ত্রী শেলী বেগম, প্রতিবেশী রেহেনা বেগম, চামেলী বেগমসহ অর্ধশতাধিক ব্যক্তি।

(দ্য রিপোর্ট/এএইচ/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর