thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

লোহাগাড়ায় সাংবাদিক কাফি কামালকে সংবর্ধনা

২০১৭ মার্চ ২১ ২০:৪০:৩১
লোহাগাড়ায় সাংবাদিক কাফি কামালকে সংবর্ধনা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বর্ণাঢ্য আয়োজনে দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার ও লেখক কাফি কামালকে সংবর্ধনা দিয়েছে লোহাগাড়াবাসী। সোমবার (২১ মার্চ) সিটিজেন পার্ক কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা দেওয়া হয়।

পেশাদার সংবাদকর্মীদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সর্বোচ্চ ভোট পেয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন। অনুষ্ঠানের উদ্বোধন করেন- জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক ইলিয়াস খান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী প্রধান বক্তা, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিজনূর রহমান, লোহাগাড়া সমিতি- চট্টগ্রামের সাধারণ সম্পাদক নাজমুল মোস্তফা আমিন, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান পিপিএম ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মীর মোহাম্মদ জসিম গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন।

লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি ও সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক কাইছার হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান, বার আউলিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফয়েজ উল্লাহ চৌধুরী, চুনতি মহিলা কলেজের অধ্যক্ষ আবু নাঈম আজাদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জামাল উদ্দিন, এনু মিয়া-আয়েশা খাতুন ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী শফিকুল ইসলাম রাহী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিয়া মো. ফারুক, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ ও চরম্বা ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাদত উল্লাহ, শিক্ষাবিদ সুনীল বিএসসি ও প্রথম আলোর উপজেলা প্রতিনিধি পুষ্পেন চৌধুরী বক্তব্য দেন।

কাফি কামাল সংবর্ধনা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ কয়েকজন সাংবাদিক, শিক্ষক ও অনুষ্ঠানের আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। মোস্তাফিজুর রহমান কলেজ, বার আউলিয়া কলেজ ও চুনতি মহিলা কলেজসহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধিত কাফি কামালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা অনুষ্ঠানে লোহাগাড়ার কয়েকজন ইউপি চেয়ারম্যান, শিক্ষাবিদ, স্থানীয় ও জাতীয় পত্রিকার প্রতিনিধিরাসহ লোহাগাড়ার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এপি/মার্চ ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর