thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৭ শাবান 1446

শ্যামনগরে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু আশরাফ নিহত

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ০৮:৩০:৩১
শ্যামনগরে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু আশরাফ নিহত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরের পাখিমারা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুন্দরবনের বনদস্যু রাঙ্গা বাহিনীর প্রধান আশরাফ হোসেন ওরফে আরশাদ হোসেন ওরফে আসলাম হোসেন ওরফে রাঙ্গা (৪৫) নিহত হয়েছেন।

ওই ঘটনায় পুলিশের এসআই আশরাফুলসহ দুই কনস্টেবল মিলন দর্জি ও ছলিমুল্লাহ আহত হন।

সুন্দরবনসংলগ্ন পাখিমারা এলাকায় রবিবার রাত ৩টায় এ ঘটনা ঘটে। বনদস্যু রাঙ্গা আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া গ্রামের ফজের আলীর ছেলে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া ঘটনার সত্যতা দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুন্দরবনসংলগ্ন পাখিমারা এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ‍গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পাল্টা জবাবে পুলিশ ৭ রাউন্ড গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ রাঙ্গাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি তাজা গুলি, দুটি গুলির খোসা, চারটি হাতবোমা ও রামদা উদ্ধার করা হয়।

ওসি ছগির মিয়া আরও জানান, গুলিবিনিময়ের সময় এসআই আশরাফুলসহ দুই কনস্টেবল মিলন দর্জি ও ছলিমুল্লাহ আহত হন।

নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বনদস্যু আশরাফ হোসেন ওরফে আরশাদ হোসেনের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্রসহ বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে বলে ওসি ছগির মিয়া জানান।

(দ্য রিপোর্ট/এমআর/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর