thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১১:৩৮:৪৯
দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

দ্য রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি দুটি হচ্ছে ওষুধ ও রসায়ন খাতের গ্লাস্কো স্মিথক্লাইন ও আর্থিক খাতের আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেষ হওয়া অর্থবছরে গ্লাস্কো স্মিথক্লাইন ৩০০ ভাগ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বিনিয়োগকারী নির্বাচনের জন্য আগামী ১২ মার্চ রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আগামী ২৪ এপ্রিল হোটেল আগ্রাবাদ, চট্টগ্রামে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।

শেষ হওয়া অর্থবছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে (ইপিএস) ৪৫.৩৫ টাকা, শেয়ারপ্রতি সম্পদ ১৫৩.৬৭ টাকা এবং শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৮২.২২ টাকা।

শেষ হওয়া অর্থবছরের জন্য আইডিএলসি ফাইন্যান্স ৫ শতাংশ নগদ এবং ২৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।

বিনিয়োগকারী নির্বাচনের জন্য আগামী ৬ মার্চ রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া কোম্পানিটি ১:২ হারে (দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি) রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে। ফেসভ্যালু ১০ টাকার সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের নির্দেশক মূল্য ধরা হয়েছে ২০ টাকা।

এ বিষয়ে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ৩০ মার্চ সকাল ১১টায় রেডিসন হোটেলে বার্ষিক সাধারণ সভা আহ্বান করা হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর রাইট শেয়ারের রেকর্ড ডেট ঘোষণা করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

শেষ হওয়া অর্থবছরে এ কোম্পানির সমন্বিত করপরবর্তী মুনাফা হয়েছে ৬৬ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা এবং সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ৪.১৬ টাকা, সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ ৩৩.৩৩ টাকা এবং সমন্বিত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ১২.১২ টাকা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/শাহ/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর