thereport24.com
ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল 25, ১০ বৈশাখ ১৪৩২,  ২৪ শাওয়াল 1446

চাঁদপুরে লঞ্চে আগুন

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১২:০৩:৩০
চাঁদপুরে লঞ্চে আগুন

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর লঞ্চঘাটে এমভি ঈগল-১ যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি। তবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

লঞ্চ মালিকের প্রতিনিধি আজগর আলী জানান, রবিবার সকাল ৮টার দিকে চাঁদপুর ঘাটে ওই লঞ্চটি নোঙর করা ছিল। এ সময় লঞ্চটিতে আগুন লাগে। এতে লঞ্চটির বিজনেস ও ফার্স্ট ক্লাসের সিট ও ৫টি এটিসহ বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

চাঁদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. ফরিদুল ইসলাম মনির জানান, দমকলবাহিনী আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। লঞ্চের জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমবি/এফএস/এসবি/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর