thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বীরগঞ্জে বাস খাদে, স্কুলছাত্রীসহ নিহত ২

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১২:৩৫:১৭
বীরগঞ্জে বাস খাদে, স্কুলছাত্রীসহ নিহত ২

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ায় স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। রবিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহারোল উপজেলার জয়নন্দ সৈয়দপুর কোনপাড়া এলাকার আনন্দ রায়ের স্ত্রী মিনতী রায় (৬৫) ও বীরগঞ্জ ডাঙ্গাপাড়া জয়দেব দাসের মেয়ে সোমা রায় (১৪)।

সোমা রায় বীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ছিলেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান হোসেন পিপিএম জানান, বীরগঞ্জ শহর থেকে যাত্রীবাহী ‘চিস্তিয়া’ পরিবহন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় স্কুলছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন।

আহতদের বীরগঞ্জ উপজেলা সরকারি হাসপাতাল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এমআইআর/এফএস/এসবি/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর