thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রীর

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১২:৩৬:১৭
আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক : কিয়েভের ইন্ডিপেনডেন্ট স্কয়ারে আন্দোলনকারীদের কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেনকো। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর অসুস্থ তাইমোশেনকো হুইল চেয়ারে করে উপস্থিত জনতাকে এ আহ্বান জানান।

ইন্ডিপেনডেন্ট স্কয়ারে প্রধানমন্ত্রী তাইমোশেনকো তার বক্তৃতায় প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের বিরুদ্ধে আন্দোলনকারীদের ‘সত্যিকারের বীর’ বলে উল্লেখ করেন।

দাবি আদায়ে শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই আন্দোলন আমাদের নিজেদের, অন্য কেউ বা অন্য কোনো দেশ এ আন্দোলন চালিয়ে নিতে পারবে না। আমাদের অবশ্যই এই ক্যান্সারকে অপসারণ করতে হবে।’ এ সময় জনগণের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করে তিনি আবেগে কেঁদে ফেলেন।

বিবিসি প্রতিনিধি জানান, হর্ষধ্বনির মাধ্যমে উপস্থিত অনেকেই তাইমোশেনকোকে স্বাগত জানালেও মেলেনি বিরোধীদের সর্বজনীন সমর্থন।

২০১১ সালে কারাগারে যাওয়ার আগে কমতে শুরু করেছিল তাইমোশেনকোর জনপ্রিয়তা। অনেক ইউক্রেনবাসীই ওরেঞ্জ রেভুলেশনের পরের বিশৃঙ্খলা তৈরির জন্য তাইমোশেনকোকেই দায়ী করেন। অনেকে আবার তাকে ইউক্রেনের দুর্নীতিগ্রস্ত ধনী শ্রেণীর সদস্য বলেই মনে করেন।

শুক্রবারে আইনসভায় ভোটের মাধ্যমে তাইমোশেনকোর মুক্তির পথ পরিষ্কার করা হয়। প্রধানমন্ত্রী থাকাকালীন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সাত বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয় তাকে।

শনিবারই তাইমোশেনকো কারকিভ শহরের একটি হাসপাতাল ছেড়ে সরাসরি কিয়েভে আসেন।

কিয়েভ বিমানবন্দরে তাইমোশেনকো গণমাধ্যমকর্মীদের বলেছেন, সহিংসতার পেছনে যারা কাজ করেছে তাদের অবশ্যই শাস্তি দেওয়া হবে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সহিংসতায় ‍কিয়েভে নিহত হয়েছেন কমপক্ষে ৮৮ জন। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/আরজে/এমডি/শাহ/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর