thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

হাসপাতালে হয়রানি বন্ধে স্বাস্থ্য সচিবকে নোটিশ

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৩:০২:১৯
হাসপাতালে হয়রানি বন্ধে স্বাস্থ্য সচিবকে নোটিশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রাইভেট হাসপাতাল (ক্লিনিক, ল্যাবরেটরি, ডায়াগনস্টিক) এর মালিক কর্তৃপক্ষ দ্বারা সাধারণ জনগণকে হয়রানি বন্ধ করতে আইনি নোটিশ প্রেরণ করা হয়েছে।

রবিবার সুপ্রিমকোর্টের আইনজীবী মো. জে আর খান (রবিন) জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্য সচিব, আইন সচিব, স্বারাষ্ট্র সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এই নোটিশ প্রেরণ করেছেন।

আগামী ৭ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে সুপ্রিমকোর্টে এ বিষয়ে একটি রিট দায়ের করা হবে বলে জানান এ আইনজীবী।

নোটিশে মেডিকেল প্র্যাকটিস, প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরি অধ্যাদেশ-১৯৮২ (সংশোধিত-১৯৮৪) এর আলোকে প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ক্ষেত্রে বাস্তবায়ন করতে নির্দেশনা চাওয়া হয়েছে।

একই সঙ্গে প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকের মালিক কর্তৃক দরিদ্র জনসাধারণের জন্য ২৫% বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থাকরণ, ডাক্তার কর্তৃক রোগীদের ওপর হয়রানি বন্ধ, অননুমোদিত প্রাইভেট হাসপাতাল বন্ধকরণসহ সরকারি হাসপাতালের সমস্ত অচল যন্ত্রপাতি সচল করার বিষয়েও নির্দেশনা চাওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এসএ/এমসি/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর