thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই 25, ১ শ্রাবণ ১৪৩২,  ২১ মহররম 1447

শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষিত হবে বিপন্ন উদ্ভিদ

২০১৩ নভেম্বর ০৬ ২০:৪৪:৪৭
শিক্ষা প্রতিষ্ঠানে সংরক্ষিত হবে বিপন্ন উদ্ভিদ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে একটি বিপন্ন উদ্ভিদ সংরক্ষণ কর্নার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।

বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ফাউন্ডেশনের অনুরোধের প্রেক্ষিতে এ উদ্যোগ নিয়েছে মাউশি। উদ্ভিদ কর্নার গড়ে তোলার জন্য পাঠানো চিঠিতে বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেলের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক ফাহিদা খাতুন দিরিপোর্ট২৪কে বলেন, ‘বিপন্ন উদ্ভিদ রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। এ বিষয়ে বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ফাউন্ডেশন আমাদের সহযোগিতা চেয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে বিপন্ন উদ্ভিদ কর্নার তৈরিতে পদক্ষেপ নেওয়ার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছি আমরা।’

চিঠিতে বলা হয়, আমাদের দেশের জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। এদেশে রয়েছে প্রায় ছয় হাজার প্রজাতির উদ্ভিদ। কিন্তু এরমধ্যে প্রায় দুই শতাধিক প্রজাতির উদ্ভিদ বিপন্ন ও বিলুপ্তির পথে। আমরা যদি এখনই উদ্যোগী না হই তবে অচিরেই এ সকল বিপন্ন উদ্ভিদ চিরকালের মতো হারিয়ে যাবে। ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়বে ও প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হবে। মূলত মানুষের অসচেতনতা ও বন ধ্বংসের ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষাকারী এ নিয়ামকগুলো রক্ষা করা অতি জরুরি।

মাউশির সহকারী পরিচালক এটিএম আল ফাত্তাহ স্বাক্ষরিত ওই চিঠিতে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে দেশের বিপন্ন উদ্ভিদসমূহ রোপনসহ সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ফাউন্ডেশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

(দিরিপোর্ট২৪/আরএমএম/এসকে/এমডি/নভেম্বর ০৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

পরিবেশ প্রতিবেশ এর সর্বশেষ খবর

পরিবেশ প্রতিবেশ - এর সব খবর