thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অ্যাডভোকেট চুন্নুর

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৩:৪৭:৫৮
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অ্যাডভোকেট চুন্নুর

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট নিজামুল হক চুন্নু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রবিবার সকাল ১১টায় কাটাইখানা মোড়ে তার ব্যক্তিগত কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সাবেক ভাইস চেয়ারম্যান নিজামুল হক চুন্নু দলীয় সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান খানের বিজয় নিশ্চিত করা ও দলকে দ্বিধা-বিভক্তির ঊর্ধ্বে রাখার জন্য এ সিদ্ধান্ত গ্রহণ করেন বলে জানান।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অ্যাডভোকেট নিজামুল হক চুন্নু বলেন, দলের সর্মথন নিয়ে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ অবস্থায় কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফের ভাগ্নে মনির হাসান রিন্টু নিজেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দাবি করে প্রচারণা শুরু করলে ভোটাররা বিভ্রান্ত হন।

(দ্য রিপোর্ট/এফএপি/এফএস/এসবি/শাহ/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর