thereport24.com
ঢাকা, সোমবার, ৭ জুলাই 25, ২২ আষাঢ় ১৪৩২,  ১১ মহররম 1447

চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী ছিনতাইয়ের কবলে

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৪:১৪:৩৯
চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী ছিনতাইয়ের কবলে

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : অস্ত্রের মুখে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়কারী শরীফ চৌহানের কাছ থেকে ১২ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

শরীফ চৌহান জানান, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে রিকশাযোগে কাজির দেউড়ি ভিআইপি টাওয়ারের কাছাকাছি পৌঁছান তিনি। এ সময় আরেকটি রিকশায় থাকা দুই যুবক তার রিকশার গতিরোধ করেন। রিভলবার ঠেকিয়ে পকেটে থাকা ১২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

নগর পুলিশের উপ-কমিশনার বাবুল আক্তার জানান, ‘ছিনতাইয়ের খবর পেয়েছি। পুলিশ এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছে।’

(দ্য রিপোর্ট/কেএইচসি/এসবি/এজেড/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর