thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

মিরপুরে আ.লীগ প্রার্থীর লোকজনের বিরুদ্ধে অভিযোগ

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৪:৩৩:২৭
মিরপুরে আ.লীগ প্রার্থীর লোকজনের বিরুদ্ধে অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মিরপুর উপজেলা চেয়ারম্যান ও জামায়াত সমর্থিত প্রার্থী চেয়ারম্যান আব্দুল গফুরের লোকজনকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর লোকজন হত্যার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

মিরপুর শহরের দারুস সালাম একাডেমিতে রবিবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘তার মোটরসাইকেল প্রতীকের পক্ষের জামায়াত সমর্থিত লোকজনদের বাড়ি-ঘর ভাঙচুর করে এবং অবৈধ অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দিচ্ছে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামারুল আরেফীন ও তার ক্যাডাররা।’

এ ছাড়াও তার পোস্টার ছিঁড়ে তাতে আগুন দেওয়া হচ্ছে। এ সব বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের লিখিতভাবে জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানান তিনি।

এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক আবুল হাশেম ও মিরপুর জামায়াতের নায়েবে আমির এটিএম তৈয়ব আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এফএপি/ইইউ/এমসি/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর