thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

ডিপিডিটিতে অটোমেটেড সিস্টেম উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৪:৪০:৫৩
ডিপিডিটিতে অটোমেটেড সিস্টেম উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদফতরে (ডিপিডিটি) অটোমেটেড সিস্টেম উদ্বোধন হয়েছে। মেধা সম্পদের সুরক্ষা ও পাইরেসিরোধে রাজধানীর একটি হোটেলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু রবিবার এ সিস্টেমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে লিখিত বক্তব্যে বাঙালি জাতিকে মেধাবী জাতি বলে আখ্যায়িত করেন শিল্পমন্ত্রী। মেধা ও সৃষ্টিশীলতায় আমরা বরাবরই দক্ষিণ-পূর্ব এশিয়ায় এগিয়ে রয়েছি বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, মেধাসম্পদের মালিকানা সুরক্ষা বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ ইস্যু। অন্য কেউ যাতে নিজেদের উদ্ভাবনের মালিকানা দাবি করতে না পারে, সে জন্য আন্তর্জাতিক নিয়ম অনুসারে অনেক দেশে তা নিবন্ধিত হচ্ছে। আর এর মাধ্যমে ওই সব দেশ তাদের মেধাসম্পদ পাইরেসির হাত থেকে রক্ষা করতে পারছে বলে জানান মন্ত্রী। এটি নিজেদের দেশের মেধাসম্পদ রক্ষায় অতি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী জানান, বাংলাদেশেও দীর্ঘদিন ধরে মেধাসম্পদ সুরক্ষার জন্য অটোমেটেড সিস্টেম চালুর বিষয়টি আলোচনার মধ্যে ছিল। এর প্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয় ডিপিডিটিতে ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি অটোমেটেড সিস্টেম প্রবর্তনের উদ্যোগ নেয়। আর সে আলোকে আজকে অটোমেটেড সিস্টেম উদ্বোধন করা হল।

অটোমেটেড সিস্টেম উদ্বোধনের ফলে গ্রহীতারা দ্রুত রেজিস্ট্রেশন করতে পারবেন ও নানা রকম হয়রানি থেকে মুক্তি পাবেন বলে জানান মন্ত্রী। আর একজন সেবা গ্রহীতা তার ফাইল কোথায়, কার কাছে ও কত দিনের মধ্যে তা নিষ্পত্তি হবে ইত্যাদি বিষয়ে সহজেই জানতে পারবেন বলে উল্লেখ করেন।

এদিকে অটোমেটেড সিস্টেম আন্তর্জাতিক সংস্থা ডব্লিউআইপিও ও আন্তর্জাতিক ফিন্যান্স করপোরেশন সহায়তা করায় সংস্থা দুটির প্রশংসা করেন মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সভাপতি জামাল আব্দুল নাসের চৌধুরী (রেজিস্ট্রার অব ডিপিডিটি), বিশেষ অতিথি শিল্পসচিব মোহাম্মদ মইনউদ্দিন আব্দুল্লাহ, বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রেসিডেন্ট মোস্তফা জব্বার ও ডিপিডিটির কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/আরএ/এমডি/সা/ফেব্রুয়ারি ২৩,২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর