thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

ভালো খেলতে চায় পাকিস্তান

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৪:৩৯:৩৯
ভালো খেলতে চায় পাকিস্তান

দ্য রিপোর্ট প্রতিবেদক : চতুর্থবারের মত এশিয়া কাপ আয়োজন করছে বাংলাদেশ। এ টুর্নামেন্টে অংশ নিতে মিসবাহ-উল-হকের বাহিনী শনিবার রাতে বাংলাদেশে এসেছে । এশিয়া কাপের ১২তম আসরে হাড্ডাহাড্ডি লড়াই করবে প্রতিটি দল। এই প্রথম এশিয়া কাপে অংশ নিচ্ছে আফগানিস্তান। প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে দিবা-রাত্রি। রবিবার সকালে ঢাকার স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলন করতে পাকিস্তান ক্রিকেট দল এসেছিল। দুপুরে শ্রীলঙ্কান দল সংবাদ সম্মেলন করার কথা থাকলেও তা হবে আগামীকাল। আর বিকেল ৩.৩০ মিনিটে কথা বলবে বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পাকিস্তান দলের অধিনায়ক মিসবাহ-উল-হক, প্রধান কোচ মঈন খান, টুর্নামেন্ট ডিরেক্টর আমিনুল ইসলাম বুলবুল। এ টুর্নামেন্টে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করেছে পাক অধিনায়ক মিসবাহ। কোনো দলকে ছোট করে দেখছেন না তিনি। তিনি বলেছেন,‘ আসন্ন এশিয়া কাপে সেরা ক্রিকেট খেলার জন্য আমরা প্রত্যয়ী। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের কোনো চাপ আমাদের নেই। এশিয়া কাপ খুবই প্রতিযোগিতামূলক হবে। ২০১৫ বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টে ভালো খেলা খুবই গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের বিপক্ষে শতভাগ দিয়ে খেলতে না পারলে জয় পাওয়া কঠিন বলে মনে করছেন তিনি। তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। গত এশিয়া কাপে তারা ভারত-শ্রীলঙ্কাকে হারিয়েছিল। ফাইনালেও তারা হেরেছে শেষ সময়ে। আমি মনে করি, শতভাগ দিয়ে খেলতে না পারলে বাংলাদেশের বিরুদ্ধে জয় পাওয়া কঠিন। আমরা বাংলাদেশে অনেকগুলো ম্যাচ খেলেছি সত্য। গত এশিয়া কাপও এখানেই হয়েছে। সুতরাং এ আসরেও বাংলাদেশে খেলে ভালো ফলাফল করতে চাই আমরা। শ্রীলঙ্কা বাংলাদেশে একটি সিরিজ খেলেছে। তারা কিছুটা হলেও সুবিধা পাবে। এ ছাড়া ভারত শেষ সিরিজে হেরে গেলেও তারা সব সময়ই কঠিন প্রতিপক্ষ। সব মিলিয়ে মনে করছি তুমুল লড়াইয়ের এক আসর হবে। আফগানিস্তান ভয়ানক প্রতিপক্ষ। নিজেদের দিনে তারা যেকোনো দলকে হারিয়ে দিতে পারে। দলে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় আছেন। যেকোনো দলকে বিপদে ফেলতে পারে তারা।'

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তান দল। সেই সঙ্গে দলে এমন কিছু খেলোয়াড় আছে যারা যেকোনো সময় দলকে জয় এনে দিতে পারে। তিনি বলেছেন,‘ পাকিস্তান দলের কম্বিনেশন ভালো। বেশ কয়েকজন ম্যাচ উইনার আছে দলে। বিশেষ করে তরুণ আহমেদ শেহজাদ, শেরজিল খানরা অনেক ভালো ক্রিকেট খেলছেন। আসন্ন এশিয়া কাপে পাকিস্তান নিজেদের সেরা খেলাটা খেলার ব্যাপারে প্রত্যয়ী।’

পাকিস্তান দলের প্রধান কোচ মঈন খান বলেছেন,‘ এটা সত্য যে, আমরা গত কয়েকটি আসর দেশের বাইরে খেলেছি। কিন্তু বিষয়টি আমাদের খেলায় বা খেলোয়াড়দের মানসিকতায় কোনো প্রভাব ফেলেনি। কারণ আরব আমিরাতের কন্ডিশন পাকিস্তানের মতই। সেখানে বিশেষ কোনো কিছু নেই। আরব আমিরাতে খেলেও আমাদের সেরা প্রস্তুতি হয়েছে। আশা করি, এশিয়া কাপে আমরা তা প্রয়োগ করতে পারব।'

(দ্য রিপোর্ট/আরআই/এমএ/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর