thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

শরীয়তপুরে ছাত্রের মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৪:৪৯:১১
শরীয়তপুরে ছাত্রের মৃতদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি : জেলার সখিপুর থানার মান্দারতলী এলাকায় পদ্মা নদীর পাড়ে ভাসমান অবস্থায় আল আমিন (১২) নামে এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ২টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়।

আল আমিন ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ মাথাভাঙা চরদাখিলা গ্রামের মো. ইয়াছিন দেওয়ানের ছেলে। সে মান্দারতলী সরদারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ত।

সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দ্য রিপোর্টকে জানান, শনিবার সন্ধ্যায় আল আমিন বাড়ি থেকে বের হয়। এরপর অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। রবিবার সকালে স্থানীয় লোকজন পদ্মা নদীর পাড়ে মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে সখিপুর থানায় মামলা হয়েছে। ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

(দ্য রিপোর্ট/এএইচএস/ইইউ/এমসি/এএইচ/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর