thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

বাংলাদেশের অনলাইন বাজারে লামুদি আর কারমুদির যাত্রা শুরু

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৬:১৩:৩৯
বাংলাদেশের অনলাইন বাজারে লামুদি আর কারমুদির যাত্রা শুরু

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশি ক্রেতাদের অনলাইন বাজারে গাড়ি-বাড়ি কেনাকাটা সহজ করতে চালু হয়েছে লামুদি.কম.বিডি ও কারমুদি.কম.বিডি নামের দু’টি ওয়েবসাইট।

বাংলাদেশের অনলাইন বাজার সম্প্রসারণ সম্ভাবনার কথা মাথায় রেখেই এই ওয়েবসাইট দু’টি চালু করেছে জার্মানভিত্তিক একটি প্রতিষ্ঠান।

লামুদি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড জুয়াগমেকার গুলশানের হেরিটেজ হোটেলে শনিবার সংবাদ সম্মেলনে বলেন, ‘ইন্টারনেট ব্যবহারকারীরা এই ওয়েবসাইট থেকে ঘরে বসেই তাদের পছন্দের ফ্ল্যাট, প্লট বা কমার্শিয়াল স্পেস খুঁজে নিতে পারবেন। ওয়েবসাইটটিতে প্রায় তিন হাজারের মত অ্যাপার্টমেন্টের তথ্য দেওয়া আছে। ফ্ল্যাটের ছবি, ফ্লোর প্ল্যান, ডেভেলপারের নামসহ বিভিন্ন খুঁটিনাটি বিষয়ের বিস্তারিত বর্ণনা পাওয়া যাবে এখানে’।

প্রাথমিকভাবে ঢাকা শহরের জমি-বাড়ির খবর দিলেও ধীরে ধীরে দেশের অন্যান্য বড় শহরগুলোর খোঁজ-খবরও দেওয়া হবে বলে জানান লামুদির আন্তর্জাতিক প্রতিষ্ঠাতা আলেক্সান্ডার কেইল।

আর গাড়ি কেনার যেকোনো তথ্য পাওয়া যাবে কারমুদি.কম.বিডিতে। ওয়েবসাইটটি টয়োটা, হোন্ডা, মার্সিডিজ বেঞ্চ আর বিএমডব্লিউ’র মত বিখ্যাত সব ব্র্যান্ডের গাড়ির মডেল, দামসহ বিস্তারিত তথ্য দেবে বলে জানান কারমুদি.কম.বিডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জ্যাকব গিলম্যান।

১৯৯৯ সাল থেকেই রকেট ইন্টারনেট দল বিশ্বের ৫০টি দেশে এ রকম প্রায় শ’খানেক প্রতিষ্ঠান তৈরি করেছে। আর সাফল্যের সঙ্গেই কাজ করে আসছে প্রতিষ্ঠানগুলো। বিশেষ সেবা দেওয়ার মাধ্যমে অন্যান্য দেশের মত বাংলাদেশের বাজারেও শক্তিশালী অবস্থান গড়তে পারবে বলে আশা করে প্রতিষ্ঠানটি।

(দ্য রিপোর্ট/আরজে/এইচএসএম/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর