thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

না.গঞ্জে নৌকাডুবিতে ২ জনের মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৬:৩১:৩১
না.গঞ্জে নৌকাডুবিতে ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ কেন্দ্রীয় খেয়াঘাট এলাকায় দুটি বালুবাহী ট্রলারের চাপায় নৌকাডুবির ঘটনায় দুজন নারীর মৃত্যু ও ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও দুজন। রবিবার দুপুর সোয়া ২টায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম শরীফা বেগম (৬২) ও পারভীন আক্তার (২৫)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই আরিফ হোসেন জানান, দুপুর সোয়া ২টায় বন্দর খেয়াঘাট থেকে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়াঘাট আসার পথে একটি যাত্রীবাহী নৌকাকে দুপাশ থেকে চাপা দেয় বালুবোঝাই বাল্কহেড এমভি সজীব অ্যান্ড তাসনাত ও এমভি বৃষ্টি। এতে ওই নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ১০-১২ জন যাত্রীর বেশিরভাগ সাঁতরিয়ে তীরে উঠেন। পরে এলাকার লোকজন শরীফা নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করে। এ ছাড়া শহরের খানপুরে ৩০০ শয্যার হাসপাতালে মারা গেছেন পারভীন আক্তার নামে আরও একজন।

রিয়াজুল ও বাদল নামে দুজন নিখোঁজ রয়েছেন। ঘটনার পরেই বিআইডব্লিউটিএর একটি ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে। পুলিশ দুটি বাল্কহেড আটক করলেও এর লোকজন পালিয়ে গেছে।

(দ্য রিপোর্ট/এমএম/এএস/এএইচ/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর