thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আফগানিস্তানে তালেবান হামলায় ২০ সেনা নিহত

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৬:৩৪:০১
আফগানিস্তানে তালেবান হামলায় ২০ সেনা নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের কুনার প্রদেশের পাকিস্তান সীমান্ত এলাকায় তালেবান যোদ্ধাদের হামলায় দেশটির ২০ সেনা নিহত হয়েছে। খবর : বিবিসির।

তালেবানরা জানিয়েছে, এ ঘটনায় এক তালেবান নিহত হয়েছে এবং তালেবান যোদ্ধারা সাত সেনাকে আটক করেছে। তবে সরকারের পক্ষ থেকে ছয় সেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে।

জেনারেল মোহাম্মদ জহির আজিমি জানান, প্রায় ১০০ বিদ্রোহী এই হামলা চালিয়েছে। দুই পক্ষের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে বলেও জানিয়েছেন তিনি।

কুনার প্রদেশের গভর্নর সুজা আল-মুলক বলেন, সেনাবাহিনীতে তালেবানদের অনুপ্রবেশই এ রকম সংগঠিত একটা হামলা চালাতে সাহায্য করেছে।

এদিকে এ ঘটনার পর পরই রবিবারের শ্রীলঙ্কা সফর বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই।

চলতি বছরের শেষের দিকে বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই দেশটিতে তালেবান হামলার ঘটনা বেড়ে গেছে। দেশটিতে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই সহিংসতার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজে/এসকে/এএইচ/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর