thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

এই সংসদ ৫ বছর বহাল থাকবে : এরশাদ

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৭:৪০:১৩
এই সংসদ ৫ বছর বহাল থাকবে : এরশাদ

কুড়িগ্রাম প্রতিনিধি : বর্তমান সংসদ গ্রহণযোগ্য ও তা পাঁচ বছরের জন্য বহাল থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন যা হয়েছে, হয়েছে। সংসদ বসেছে, সংসদ চলছে। সংসদ গ্রহণযোগ্য হয়েছে, সংসদ চলবে। আগামী পাঁচ বছরের জন্য এই সরকার ক্ষমতায় থাকবে।’

সাংগঠনিক সফরকালে তিনি রবিবার দুপুরে রংপুর থেকে কুড়িগ্রামে আসেন। এ সময় কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

জাতীয় পার্টি সরকারে ও বিরোধী দলে থাকা প্রসঙ্গে এরশাদ বলেন, ‘আমরা বিরোধী দলে থেকে ভালো আছি।’

মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে এরশাদ বলেন, ‘আমাদের কোনো দাবি নাই। সরকার যদি মনে করে তাদের অবস্থান ভালো তাহলে নির্বাচন দিতে পারে।’

উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির ফল বিপর্যয়ের ব্যাপারে তিনি বলেন, ‘উপজেলা নির্বাচন লাঙ্গলের নির্বাচন নয়। এখানে একাধিক প্রার্থী থাকতে পারে। আগামী সংসদ নির্বাচনের জন্য আমরা কাজ করছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সালাউদ্দিন কাদেরী, স্থানীয় জাতীয় পার্টির নেতা চৌধুরী শফিকুল ইসলাম এবং কুড়িগ্রাম জাতীয় পার্টির নেতাকর্মী ও সমর্থকরা।

(দ্য রিপোর্ট/জেআই/এসকে/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর