thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

গোয়াইনঘাটের ডাকাত সর্দার মখলিছ গ্রেফতার

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৭:৫০:৫৮
গোয়াইনঘাটের ডাকাত সর্দার মখলিছ গ্রেফতার

সিলেট অফিস : সিলেটের গোয়াইনঘাটের ডাকাত সর্দার মখলিছকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতের বিরুদ্ধে সিলেটের তিন থানায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। উপজেলার লাফনাউট থেকে রবিবার সকাল ১০টায় ওই ডাকাত সর্দারকে গ্রেফতার করে গোয়াইনঘাট থানা পুলিশ।

সে উপজেলার পূর্ব দিঘীরপাড় এলাকার মৃত তজম্মুল আলীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান খান দ্য রিপোর্টকে বলেন, শনিবার গোয়াইনঘাট উপজেলার সাতাইন গ্রামের মান্নান পীরের বাড়িতে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় থানায় মামলা হয়। ওই মামলার আসামিও মখলিছ। এ ছাড়া তার বিরুদ্ধে গোয়াইনঘাট, কানাইঘাট ও শাহপরাণ থানায় চুরি, ডাকাতি ও ছিনতাই ঘটনার একাধিক মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/এমজে/এএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর