thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

২০১৭ এপ্রিল ০৬ ২০:২৮:৩৩
চট্টগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে ২জন নিহত ও কমপক্ষে ১৬/১৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার আধূনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মোটর সাইকেল চালক মো. ইলিয়াছ (২৭) ও পথচারী মো. মোরশেদ (২৫)।

হাইওয়ে পুলিশের দোহাজারী ফাঁড়ির সেকেণ্ড অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারের টেকনাফ থেকে ফটিকছড়ির মাইজভান্ডার দরবারে যাওয়ার সময় একটি বাস বিকেল সাড়ে ৩টার দিকে লোহাগাড়া আধূনগর এলাকা অতিক্রমকালে ওভারটেক করার সময় বিপরীতমুখি একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী এবং অপর এক পথচারী মারা যান। বাস উল্টে আহত হয়েছেন বাসটির ১৬/১৭ জন যাত্রী।

আহতদের সবাইকে লোহাগাড়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করেছে।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এপ্রিল ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর