thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিএনপিকে ভয় করি না : নাসিম

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৮:৩৮:০৪
বিএনপিকে ভয় করি না : নাসিম

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপিকে ভয় করি না। আমরা জনগণকে ভয় পাই। আমরা যদি ভুল করি তবে জনগণ আমাদের ক্ষমা করবে না। যারা আন্দোলন করতে ভয় পায় আমরা তাদের ভয় করি না।

রাজধানীর খিলগাঁও জোড়পুকুর মাঠে ঢাকা মহানগরের ৩টি থানা, ৭টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, আমরা যা বলেছি তাই করেছি, আপনি (খালেদা) কী বললেন না বললেন তাতে কিছু আসে যায় না। কারণ আপনি এখন আর বিরোধীদলীয় নেতা নন। ভয় দেখিয়ে মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহর রহমতে তা পারেননি।

তিনি বলেন, কয়েকদিন আগে খালেদা জিয়া বললেন, এই সরকার নাকি অবৈধ। আমরা সকলের অংশগ্রহণে নির্বাচন করতে চেয়েছিলাম। তিনি নির্বাচন বানচাল করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন দেশে গণতন্ত্র না থাকুক। তাই নির্বাচনে আসেননি। মানুষ হত্যা করে তিনি মনে করেছিলেন, সর্বদলীয় সরকার নির্বাচন করতে পারবে না। কিন্তু আমরা নির্বাচন করেছি, ক্ষমতায় এসেছি, বিদেশি বন্ধুরাও সমর্থন দিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচন করে আমরা ক্ষমতায় এসেছি। ৫ বছরই ক্ষমতায় থাকব। আপনি এখন বিরোধীদলীয় নেতা নন, বিএনপির নেত্রী। বিএনপি প্রথম খেলায় হেরে গেছে। খালেদা জিয়া নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। তাদের হুঙ্কারে কিছুই হবে না। জয় আমাদের হবেই। আগামী দিনে বিএনপি-জামায়াত রাস্তায় নামতে পারবে না।

সামনে কঠিন দিন উল্লেখ করে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিএনপি-জামায়াত বসে গভীর ষড়যন্ত্র করছে। তারা সুযোগ পেলেই ছোবল মারবে। সুযোগ কিন্তু দেওয়া যাবে না। খালেদা জিয়া জামায়াতকে নিয়ে যতই মানুষ হত্যা করুক, আমরা জনগণকে নিয়ে মোকাবেলা করবোই। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে খালেদা জিয়া ক্ষমতায় যেতে চাইলেও আমরা সে সুযোগ দেব না।

সাবের হোসেন চৌধুরী বলেন, আওয়ামী লীগকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ আমরা হব না। আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ জামায়াত-বিএনপি। তাদের মোকাবেলা করতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ।

জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পর কোরআন তেলাওয়াত করা হয়। সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ। দীর্ঘ ৯ বছর পর খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানা ও ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ নং ওয়ার্ড এবং মাণ্ডা, দক্ষিণগাঁও, নাসিরাবাদ ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আলমগীর চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, মুকুল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ভারপ্রাপ্ত দফতর-সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ।

(দ্য রিপোর্ট/এইউএ/এপি/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর