thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল

চূড়ান্ত পর্ব শুরু

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৮:৪০:০৫
চূড়ান্ত পর্ব শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের খেলা রবিবার থেকে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে চূড়ান্ত পর্বের উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

বঙ্গমাতা গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে কোমরাইল পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে সাজেদা, মারিয়া, রুবি ও সানজিদা একটি করে গোল করেছেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বেড়াডাঙ্গা সোটাপীর যাদুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে আলিয়াপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন রংপুরের রুবেল।

(দ্য রিপোর্ট/ওআইসি/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর