thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

দুদক কোনো চাপে নেই : সাহাবুদ্দিন চুপ্পু

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৮:৫৬:২৫
দুদক কোনো চাপে নেই : সাহাবুদ্দিন চুপ্পু

দ্য রিপোর্ট প্রতিবেদক : সরকারদলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন কোনো চাপে নেই বলে জানিয়েছেন দুদক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু।

রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সাহাবুদ্দিন চুপ্পু বলেন, ‘এমপিদের বিরুদ্ধে অনুসন্ধান করায় দুদক কোনো চাপে নেই। সরকারের চাপ থাকলে এমপিদের দুদকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হতো না। এ ধরনের প্রশ্নও অমূলক।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে অভিযুক্তদের বিরুদ্ধে অনুসন্ধান কাজ চলছে। অনুসন্ধান শেষ হলে তাদের অবৈধ সম্পদ রয়েছে কি না তা জানা যাবে। এর আগে কোনো কিছু বলা ঠিক হবে না।’

এদিকে কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির অবৈধ সম্পদের অনুসন্ধান প্রতিবেদন ইতোমধ্যেই কমিশনে দাখিল করেছে কমিশনের অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আহসান আলী। তবে এ প্রসঙ্গে কোনো কথা বলতে রাজি হননি দুদকের এ কমিশনার।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এপি/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর