thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

এটা জামায়াতের মরণ কামড় : অর্থমন্ত্রী

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৮:৫৬:১৮
এটা জামায়াতের মরণ কামড় : অর্থমন্ত্রী

সিলেট অফিস : ময়মনসিংহের ত্রিশালে হামলা করে ফাঁসির আসামি তিন জেএমবি সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনা প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জামায়াত কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা তাদের শেষ মরণ কামড়। তিনি আরও বলেন, জামায়াত একটি সন্ত্রাসী সংগঠন। রবিবার দুপুরে সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনকালে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘জামায়াত-শিবির সাংবিধানিকভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে। তারা কোনো রাজনৈতিক দল নয়, এরা পুরোপুরি সন্ত্রাসী গোষ্ঠী। পুলিশের গাড়িতে হামলা করে জঙ্গি ছিনতাইয়ের সঙ্গে জামায়াত জড়িত। নিঃসন্দেহে এটা তাদের কাজ।’

এরপর তিনি সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুস জহির চৌধুরী সুফিয়ান, সিলেটের বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলম, জেলা প্রশাসক শহীদুল ইসলাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমজে/এএস/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর