thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শিশুটি কার?

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৯:২২:১৪
শিশুটি কার?

পটুয়াখালী প্রতিনিধি : একটি শিশুকে নিয়ে বিপাকে পড়েছেন দশমিনাবাসী। শুক্রবার ঘর থেকে বেড়াতে বের হওয়া খাদিজা পথ হারিয়ে এখন পটুয়াখালীর দশমিনায়। পথ হারানো খাদিজা ভয়ে ভুলে গেছে স্বাভাবিক ভাষা।

খাদিজা জানায়, ঢাকায় কোনো এক বিদ্যালয়ে সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। বাসা কালীবাড়ী বা কালীগঞ্জ এলাকায়। বাবা জসিম ও মায়ের নাম মর্জিনা।

লঞ্চযোগে ঢাকা থেকে আসা মর্জিনা শনিবার সন্ধ্যায় দশমিনা হাজিরহাট ঘাটে নেমে খাদ্যাভাবে উপজেলা সদরে পোস্ট অফিসের সামনে পড়ে থাকে। রাতে চায়ের দোকানি রফিক হাওলাদার-পারুল বেগম দম্পতি তাকে বাসায় নিয়ে সুস্থ করেন। মেয়েটি তার মা-বাবার কাছে ফিরে যেতে চায়। ঘটনাটি রবিবার দশমিনা থানায় অবহিত করা হয়েছে।

মেয়ে শিশুটিকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিতে চেষ্টা করছেন বলে দশমিনা থানার ওসি মো. নাজমুল আলম চৌধুরী জানান।

(দ্য রিপোর্ট/বিডি/এএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর