thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

খুলনা মহানগর ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৯:৩২:২৫
খুলনা মহানগর ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : খুলনা মহানগর ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। সংগঠনের এক জরুরি বৈঠকে রবিবার সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেন ছাত্রলীগের দফতর সম্পাদক শেখ রাসেল।

তিনি বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুলনা মহানগর ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত থাকবে।’

এ ছাড়া ২১ ও ২২ ফেব্রুয়ারি খুলনা মহানগর ছাত্রলীগের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের তদন্তে একটি ৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৫ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার মহানগর ছাত্রলীগের দু’টি পক্ষ খুলনা আজম খান কমার্স কলেজে সংঘর্ষে জড়িয়ে পড়লে ২২ জন আহত হন।

(দ্য রিপোর্ট/এইউএ/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর