thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

বেতাগীতে ত্রিমুখী সংঘর্ষ, সংবাদকর্মীসহ আহত ১০

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ১৯:৪৫:২২
বেতাগীতে ত্রিমুখী সংঘর্ষ, সংবাদকর্মীসহ আহত ১০

বরগুনা প্রতিনিধি : বরগুনার বেতাগী উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেতাগী উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ, আওয়ামী লীগ বিদ্রোহী ও বিএনপির মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় ৭১ টিভির বরগুনা সংবাদদাতা ছাত্রলীগ সভাপতির লাঠির আঘাতে আহত হন। খাসকাচারি মাঠে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান খ. ম. ফাহরিয়া সংগ্রাম আমিনুলের ওপর ছাত্রলীগ কর্মীরা হামলা করলে ঘটনার সূত্রপাত হয়। আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষে পৌর শহর রণক্ষেত্রে পরিণত হয়। পরে বিএনপির কর্মীরা আমিনুলের পক্ষ নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরে বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে।

সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান খ. ম. ফাহরিয়া সংগ্রাম আমিনুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মহসীন, চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান কবিরের ছেলে শোয়েব কবির ও ছাত্রদল নেতা মো. সোহেল খানসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মহসীনকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো মামলা হয়নি। পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএ/এএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর