thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

‘দশম সংসদ চোরাবালির ওপর দাঁড়িয়ে’

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ২০:০৬:৪৭
‘দশম সংসদ চোরাবালির ওপর দাঁড়িয়ে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : চোরাবালির ওপর দশম সংসদ দাঁড়িয়ে আছে, যেকোনো সময় ভেঙে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

তিনি বলেন, ‘দশম জাতীয় সংসদ অত্যন্ত অকার্যকর, বিপজ্জনক ও ভয়ানক। পুরো তাসের ঘরের মত আছে। এখানে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্যরা সরকারেও আছে বিরোধী দলেও আছে।’

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে তাঁতী দলের ৩৪তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।

মাহবুব বলেন, ‘সংবিধানে বলা আছে, সংসদে শক্ত একটা বিরোধী দল থাকতে হবে। দশম সংসদে কোনো বিরোধী দল নেই। যারা আছে তারা সরকার দলেও আছে বিরোধী দলেও আছে। যে সংসদে কার্যকর বিরোধী দল থাকে না সেই সংসদ সাংঘাতিকভাবে স্বৈরাচারী হয়।’

তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সংগঠনের নেতারা।

(দ্য রিপোর্ট/এমএইচ/এনডিএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর