thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

যশোর সদরে আ’লীগে ৪, বিএনপি জামায়াতের একজন করে প্রার্থী

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ২০:২৭:২৪
যশোর সদরে আ’লীগে ৪, বিএনপি জামায়াতের একজন করে প্রার্থী

যশোর অফিস : যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে সাতজন করে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদের সাত প্রার্থীর মধ্যে চারজনই আওয়ামী লীগের।

যশোর সদর উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল রবিবার। জেলা নির্বাচন অফিসার তারেক আহমেদ জানান, এ দিন সন্ধ্যা পর্যন্ত ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারীরা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, সদর উপজেলা কমিটির সভাপতি মোহিতকুমার নাথ, বঙ্গবন্ধু সৈনিকলীগ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্যা জাহিদ হোসেন ও সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর ছেলে মাশুক হাসান জয়।

অন্য দল থেকে যারা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারা হলেন- বিএনপি জেলা কমিটির সহ-সভাপতি গোলাম রেজা দুলু, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নূরুনবী ও জেপির মো. রুহুল আমিন।

যশোর সদর উপজেলায় আগামী ২৩ মার্চ ভোটগ্রহণ করা হবে। মনোনয়নপত্র বাছাই ২৬ ফেব্রুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ মার্চ।

(দ্য রিপোর্ট/একে/এইচএসএম/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর