thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

খোকার বাসায় মহানগর বিএনপির বৈঠক

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ২০:৪৮:৪৯
খোকার বাসায় মহানগর বিএনপির বৈঠক

দ্য রিপোর্ট প্রতিবেদক : সদ্য কারামুক্তিপ্রাপ্ত ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার বাসায় মহানগর বিএনপির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খোকার সভাপতিত্বে রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ বৈঠক শুরু হয়ে এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছে।

মহানগর বিএনপির প্রেস উইংয়ের সদস্য জাকির হোসেন দ্য রিপোর্টকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়করা অংশ নিয়েছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ২৫ ফেব্রুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে খোকাসহ অন্যান্য নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যাবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

সম্প্রতি দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আন্দোলনে ব্যর্থতার অভিযোগে মহানগর কমিটি ভেঙে দিয়ে পুনর্গঠনের কথা বলেছেন। এর পরপরই এ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।

(দ্য রিপোর্ট/টিএস/এসকে/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর