thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ মার্চ 25, ২ চৈত্র ১৪৩১,  ১৬ রমজান 1446

যশোর কারাগারের ৫ রক্ষী স্ট্যান্ড রিলিজ

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ২০:৫৪:৪৯
যশোর কারাগারের ৫ রক্ষী স্ট্যান্ড রিলিজ

যশোর অফিস : যশোর কেন্দ্রীয় কারাগারের রক্ষী ব্যারাকে বোমা উদ্ধারের ঘটনায় পাঁচ কারারক্ষীকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র সুপার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সালাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার রাতে আবদুস সালাম জানান, ‘তদন্ত শেষ হয়েছে। রাতের মধ্যেই রিপোর্ট প্রস্তুত করা সম্ভব হবে বলে মনে করছি।’

তদন্ত রিপোর্ট দাখিলের আগেই সন্দেহভাজন পাঁচ রক্ষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কারা প্রশাসন।

শাস্তিপ্রাপ্ত কারারক্ষীরা হলেন- উত্তম মালাকার, ফিরোজ, জাহিদ, আলাওল ও মাজহারুল। এদের বাগেরহাট, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন জেলা কারাগারে নিযুক্ত করা হয়েছে।

স্ট্যান্ড রিলিজ সংক্রান্ত অফিস আদেশ শনিবারই স্বাক্ষর হয়েছে জানিয়ে সিনিয়র জেল সুপার বলেন, ‘আজই তারা সংশ্লিষ্ট কর্মস্থলে চলে গেছেন।’

প্রসঙ্গত, শনিবার বেলা ১১টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের রক্ষী ব্যারাক সুগন্ধার একটি কক্ষ থেকে পাঁচটি বোমা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ ছাড়াও কারা প্রশাসনের পক্ষে সিনিয়র সুপার আবদুস সালাম তদন্ত করছেন।

(দ্য রিপোর্ট/একে/এনডিএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর