thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি 25, ২৫ মাঘ ১৪৩১,  ৮ শাবান 1446

ময়মনসিংহে ২ শিবির নেতা গ্রেফতার

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ২১:৩৪:০৫
ময়মনসিংহে ২ শিবির নেতা গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : ময়মনসিংহ শহরের টাঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে রবিবার সন্ধ্যায় ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- শিবিরের সাবেক জেলা সভাপতি শাহারুল ইসলাম ও আনন্দমোহন কলেজ শাখার বর্তমান সেক্রেটারি সজীবুর রহমান সজীব।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে বলেন, তাদের বিরুদ্ধে বাসে আগুন, ভাঙচুর, রাজনৈতিক সহিংসতা, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে ১৫-১৬টি মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য কোতোয়ালি মডেল থানায় রাখা হয়েছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এআর/এপি/এসকে/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর