thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ মার্চ 25, ২ চৈত্র ১৪৩১,  ১৬ রমজান 1446

খুলনায় প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ২১:৪৩:৪৬
খুলনায় প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার

খুলনা ব্যুরো : খুলনা ইসলামিয়া কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা মনিরুল ইসলামের (৫০) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী ফেরদৌসী আরা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামীকে হত্যা করা হয়েছে। মূলত স্কুলের প্রধান শিক্ষকের পদ নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলে আসছে। সে কারণে তাকে হত্যা করা হতে পারে। তিনি তার স্বামীর হত্যাকারীদের বিচার দাবি করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার মোল্লা মনিরুল ইসলামের স্ত্রী ফেরদৌসী আরা বেগম একমাত্র মেয়ে লামিয়া তাসনিম অথৈকে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে যান। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সর্বশেষ স্ত্রীর সঙ্গে মনিরুল ইসলামের কথা হয়। এরপর আর কোনো যোগাযোগ হয়নি।

রবিবার স্কুলে না যাওয়ায় তার সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। সকাল ১১টার দিকে স্কুলের কয়েকজন শিক্ষক ও ছাত্র তার বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন কলাপসিবল গেটে তালা লাগানো। পরে পেছনের জানালা দিয়ে দেখতে পান তার মৃতদেহ বিছানায় পড়ে আছে। খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার এসআই আকরাম হোসেন বলেন, কীভাবে মারা গেছেন এটি বলা সম্ভব নয়। তার শরীর ফুলে ওঠেছে। এ জন্য কোনো চিহৃ পাওয়া যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে কিছু বলা সম্ভব নয়।

(দ্য রিপোর্ট/এএস/এএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর