thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ মার্চ 25, ২ চৈত্র ১৪৩১,  ১৬ রমজান 1446

চিতলমারীতে পিলারের চাপায় স্কুলছাত্র নিহত

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ২১:৫১:১৮
চিতলমারীতে পিলারের চাপায় স্কুলছাত্র নিহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে স্কুলে খেলতে গিয়ে পিলার ভেঙে মাথায় পড়ে সাইফুল ইসলাম (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সাইফুল ইসলাম চিতলমারী উপজেলার কলাতলা স.ম রকিবুজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র এবং পরাণপুর গ্রামের এহিয়া শেখের ছেলে।

পরিবারের বরাত দিয়ে চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার এ প্রতিবেদককে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে স্কুলের সহপাঠীদের সঙ্গে সাইফুল খেলছিল। এ সময় দৌড়ে পিলার ধরলে পিলারটি ভেঙে তার মাথায় পড়ে। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। স্কুলের শিক্ষকরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সাইফুলের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এএস/এএস/সা/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর