thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

বিশ্বকাপ ট্রপি এখন ঢাকায়

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ২২:০২:০৭
বিশ্বকাপ ট্রপি এখন ঢাকায়

দ্য রিপোর্ট প্রতিবেদক : এসে গেছে আইসিসি টোয়েন্টি২০ বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রবিবার দুপুরে টোয়েন্টি২০র ট্রফি ঢাকায় এসে পৌঁছেছে। ঢাকার পৌঁছানোর কিছুক্ষণ পরেই পুলিশ, র‌্যাব ও বিসিবির নিজস্ব নিরাপত্তা বাহিনীর অধীনে এই ট্রফি মিরপুর হয়ে গুলশানস্থ বিসিবির পুরাতন অফিস নাভানা টাওয়ারে রাখা হয়েছে। আইসিসি থেকে ট্রফিটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন বিসিবির পরিচালক মাহবুব আনাম। মঙ্গলবার টোয়েন্টি২০ বিশ্বকাপের ট্রফি চলে যাবে সিলেট ভেন্যুতে আর ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে। ২ ভেন্যুতেই ট্রফি শহর প্রদক্ষিণ করবে। এরপর আবার ফেরত আসবে ঢাকায়।

দুপুরের আগ থেকেই বিসিবির নিজস্ব নিরাপত্তা বাহিনী বিমানবন্দরে অবস্থান নিয়েছে। আইসিসির নিরাপত্তা বাহিনী যখন ট্রফি নিয়ে বিমানবন্দরের ভিআইপি গেটে ঢাকার রাজপথে নেমে এসেছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিমানবন্দর থেকে ট্রফি সরাসরি নিয়ে যাওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। এরপর ট্রফি নিয়ে নিরাপত্তা বাহিনী ধানমন্ডি ৩২ নম্বরের রাস্তা প্রদক্ষিণ করেছে। তারপর সোজা সংসদ ভবন হয়ে মিরপুর স্টেডিয়ামে। ট্রফি প্রদর্শন শেষে তা নিয়ে যাওয়া হয়েছে গুলশান বিসিবির পুরাতন অফিস নাভানা টাওয়ারে।

(দ্য রিপোর্ট/আরআই/এএস/ এনআই/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর