thereport24.com
ঢাকা, শুক্রবার, ৪ জুলাই 25, ২০ আষাঢ় ১৪৩২,  ৮ মহররম 1447

১৬ মাস পর শিরোপা ভেনাসের

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ২২:২০:১৫
১৬ মাস পর শিরোপা ভেনাসের

দ্য রিপোর্ট ডেস্ক : ৭ বারের গ্র্যান্ডস্লাম জয়ী ভেনাস উইলিয়ামসের সময়টা ভাল যাচ্ছে না। নিজেকে হারিয়ে খুঁজে ফিরছিলেন ভেনাস। অবশেষে ছন্দ ফিরে পেয়েছেন তিনি। ১৬ মাস পর প্রথম কোনো শিরোপার স্বাদ পেয়েছেন যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড়। অ্যালিজ করনেটকে সরাসরি ৬-৩ ও ৬-০ গেমে হারিয়ে জয় করেছেন দুবাই ওপেন (ডব্লিউটিএ)।

বয়স একটু বেশিই হয়ে গেছে তার। তবে ৩৩ বছর বয়সেও তিনি প্রাণবন্ত। দুবাইয়ে জিতে সেরা ফর্মে যেকোনো সময় ফিরতে পারেন সেই ইঙ্গিত দিয়েছেন। ৪ বছর আগে সর্বশেষ দুবাই ওপেন জিতেছিলেন ভেনাস। তিনি ম্যাচ শেষে বলেছেন, ‘এমন ফেরাটা অসাধারণ। আশা করেছিলাম সেরেনা (বোন) সঙ্গে খেলব। কিন্তু অ্যালিজ সেমিফাইনালে ভাল খেলেছেন।’

(দ্য রিপোর্ট/এমএ/এএস/ফেব্রুয়ারি ২৩,২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর