thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কালীগঞ্জে যুবলীগকর্মীর রগ কেটেছে প্রতিপক্ষরা

২০১৪ ফেব্রুয়ারি ২৩ ২৩:০৪:৩৯
কালীগঞ্জে যুবলীগকর্মীর রগ কেটেছে প্রতিপক্ষরা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার ইউনিয়নের পিরোজপুরে ইকবাল হোসেন (৩০) নামের এক যুবলীগকর্মীকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ। রবিবার সন্ধ্যার দিকে বাদেডিহি এলাকায় এ ঘটনা ঘটে।

ইকবাল হোসেন পিরোজপুর গ্রামের মো. ইসাদির আলীর ছেলে। আহত ইকবাল বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুর রউফ হত্যামামলার আসামি।

বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতাউর রহমান ও এলাকাবাসী জানান, ইকবাল হোসেনকে প্রতিপক্ষরা বিকেল ৫টার দিকে বাদেডিহি এলাকায় ধরে নিয়ে মারধর করে। সন্ধ্যার দিকে হাত ও পায়ের রগ কেটে দেয়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বারবাজার ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন জানান, আহত ইকবাল যুবলীগকর্মী।

এ ঘটনায় থানায় এখনও কেউ কোনো অভিযোগ করেনি বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/এএল/ফেব্রুয়ারি ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর