thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রবার্ট মুগাবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ০৩:৪৮:২১
রবার্ট মুগাবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন

দ্য রিপোর্ট ডেস্ক : জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। রবিবার কয়েক হাজার মানুষ রবার্ট মুগাবের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন।

গত শুক্রবার ৯০ বছর পূর্ণ হয় ১৯৮০ সাল থেকে জিম্বাবুয়ের রাষ্ট্র ক্ষমতায় থাকা সাবেক এই সেনাপ্রধানের। কিন্তু সেদিন চোখের এক সার্জারির জন্য তিনি সিঙ্গাপুরে ছিলেন।

রাজধানী হারারে থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত ম্যারোন্দেরা শহরের স্টেডিয়ামে তার জন্মদিন উদযাপন উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজনে ব্যয় হয় প্রায় ১০ লাখ মার্কিন ডলার।

মারাত্মক অর্থনৈতিক মন্দাপীড়িত একটি দেশে শুধু প্রেসিডেন্টের জন্মদিন উদযাপনে এত টাকা ব্যয় করার কারণে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/এজেড/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর