thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পীরগঞ্জে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ০৯:৩৫:১৭ ২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১৬:১৫:০০
পীরগঞ্জে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

রংপুর অফিস : রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত তা চলে। এখন শুরু হয়েছে গণনা।

নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত শাহাদাত হোসেন বকুল, বিদ্রোহী প্রার্থী মেশকোয়ারা হাবিব মুক্তি ও বিএনপি সমর্থিত নূর মোহাম্মদ মণ্ডল।

ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৭ হাজার। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩০ হাজার ১৫৩ ও নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ৫৮২ জন। মোট ভোটকেন্দ্র ১০৬টি।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ উপজেলায় র‌্যাব-পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে ৮ প্লাটুন সেনাবাহিনী ও তিন প্লাটুন বিজিবি।

(দ্য রিপোর্ট/এসভি/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর