thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কলারোয়ায় ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

২০১৪ ফেব্রুয়ারি ২৪ ১১:০৪:১০
কলারোয়ায় ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সাতক্ষীরা প্রতিনিধি : জেলার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ১৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার বিকেল ৫টা পর্যন্ত কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

এদের মধ্যে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ নেতা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান বিএম নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি বজলুর রহমান, জামায়াত নেতা মো. ওমর আলী, শহীদুল ইসলাম ও মুনসুর রহমান।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টু, ব্যবসায়ী আরাফাত হোসেন, জামায়াত নেতা ইমান আলী শেখ, অজিহার রহমান ও রবিউল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মহিলা আওয়ামী লীগের মাগফুরা খানম, মহিলা দলের রাশিদা খাতুন, আওয়ামী লীগের সেলিনা আনোয়ার ময়না, নিলুফা ইয়াসমিন ও সুফিয়া খাতুন।

কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার বেনজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি নির্বাচন কমিশন ঘোষিত চতুর্থ দফা নির্বাচন।

(দ্য রিপোর্ট/এমআরইউ/ইইউ/এসবি/শাহ/ফেব্রুয়ারি ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর