thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

পাকিস্তানে মাঝারি ভূমিকম্প

২০১৩ নভেম্বর ০৭ ০৮:৩০:৫১
পাকিস্তানে মাঝারি ভূমিকম্প

দিরিপোর্ট২৪ ডেস্ক : পাকিস্তানের পূর্বাঞ্চলে বেশ কয়েকটি শহরে পাঁচ মাত্রার মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আঞ্চলিক আবহাওয়া অফিসের প্রধান মোহাম্মদ রিয়াজ জানান, বুধবারের আঘাত আনা ভূমিকম্পটির উৎপত্তি ছিল উত্তর ভারতে ভূপৃষ্টের ৫০ কিলোমিটার গভীরে।

লাহোর, কাসুর, ওকারা ও শিয়ালকোটসহ বেশ কয়েকটি শহরে ভূমিকম্প অনুভূত হয় বলে জানান তিনি।

চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ৩৭৬ জন নিহত ও এক লাখ মানুষ বাস্তহারা হন।

এর আগে, ২০০৫ সালের ৮ অক্টোবর দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে ৭৩ হাজারেও বেশি মানুষ নিহত হয়। এ ভূমিকম্পে বাস্তুহারা হন ৩৫ লাখ মানুষ। সূত্র: এএফপি।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর